বাংলাদেশ

‘সাংবাদিকদের মতো রাস্তায় ঘুরি না, আমার অনেক কাজ আছে’

‘সাংবাদিকদের মতো রাস্তায় ঘুরি না, আমার অনেক কাজ আছে’

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকের হেনস্থা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হাসপাতালের চেয়ারম্যান মো. সেলিম রেজা।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে হাসপাতালের রিসিপশনের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক ঢাকা টাইমসের কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান নাইম।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম।

হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজার কাছে প্রসুতির মৃত্যুর অভিযোগের বিষয়টি জানতে চাইলে এইচ আর হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা ওই সাংবাদিককে হেনস্থা করেন ও উচ্চ বাক্য বিনিময় করেন।

এক পর্যায়ে হাসপাতালের ছবি তোলার কারণ জানতে চেয়ে গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইমের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সাংবাদিক জাহিদ কোনমতে তার হাত থেকে মোবাইল ফোনটি রক্ষা করেন।

এই বিষয়ে ভুক্তভোগী গণমাধ্যমকর্মী জাহিদ হাসান নাইম বলেন, এইচ আর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তাদের হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি মারা গিয়েছে। সাংবাদিকরা তো আর এক পক্ষের কথা শুনে সরাসরি একটি হাসপাতালের বিরুদ্ধে লিখতে পারে না। সে জন্যই আমি হাসপাতালের চেয়ারম্যানের বক্তব্য নিতে গিয়েছিলাম। উনার কাছে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলাম। সঙ্গে সঙ্গে উনি ক্ষেপে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা ও উচ্চবাক্য বিনিময় করতে লাগলেন।

তিনি আমাকে বলতে লাগলেন, সাংবাদিকদের মতো আমি রাস্তায় রাস্তায় ঘুরি না, আমার অনেক কাজ আছে। কিছু বলতে পারব না এই বিষয়ে। এক পর্যায়ে আমি ওনার হাসপাতালের ছবি তুললাম কেন এই কথা বলে উনি আমার মোবাইল ছিনিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক প্রকার কোনমতে আমি আমার ফোন ওনার কাছ থেকে উদ্ধার করি। সাংবাদিক তথ্য সংগ্রহে যাবে, ছবি তুলবে এটা তো স্বাভাবিক বিষয়। এটার জন্য তিনি একজন সাংবাদিককে হেনস্তা করতে পারেন না। তার মোবাইল ছিনিয়ে নিতে পারেন না। আমার সঙ্গে হওয়া এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই।

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমার বিষয়ে আনিত অভিযোগগুলো মিথ্যা। আপনার এ ঘটনার ভিডিও আছে এটা বললে তিনি বলেন এগুলো মিথ্যে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আপনার মাধ্যমে এটি শুনলাম। আমাদের কাছে যদি লিখিত অভিযোগ করে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, সাংবাদিকদেরকে হেনস্তা করা ন্যাক্কারজনক ঘটনা। লিখিত অভিযোগ পেলে আমরা ওই হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

শনিবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী এনামুলক ফারুক বলেন, সাংবাদিক জাহিদ হাসান নাঈমের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রেসক্লাব থেকে সিভিল সার্জন বরাবর অভিযোগ জানাব। সাংবাদিকে হেনস্তা করার উপযুক্ত ব্যবস্থা করা না হলে প্রেসক্লাব থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।

কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা বলেন, জাহিদ হাসান নাঈম পেশাদার সাংবাদিক। ছবি তোলা এবং সংবাদ সংগ্রহকালে তাকে হেনস্থার নিন্দা জানাই, অবিলম্বে হাসপাতালে চেয়ারম্যানকে গ্রেফতার করা হউক।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button