বাংলাদেশ

ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান— কলেজের ডিজিটাল বোর্ডে বার্তা

ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান— কলেজের ডিজিটাল বোর্ডে বার্তা

রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে ‘রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ক্লাসে ৭০% উপস্থিতি বাধ্যতামূলক’ লেখার পরিবর্তে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বার্তা প্রচার করা হয়েছে। আজ রবিবার বিকেলে এই বোর্ডে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’ লেখাটি ভেসে উঠে।

এ ঘটনায় জানাজানি হলে ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, আজ বিকেলে ডিজিটাল স্ক্রলিং বোর্ডে ওই বার্তাটি স্ক্রল হতে দেখা যায়। মুহূর্তেই এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সন্ধ্যায় জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বসে কলেজ প্রশাসন।

কলেজের আইটির দায়িত্বে থাকা আসলাম জানান, আমি বিকেল ৫টায় কম্পিউটার অফ করে চলে গেছি। কে করল বা কিভাবে ঘটল আমি জানি না। এই অ্যাপসটি এখন হ্যাক করা সম্ভব। হয়তো বাহির থেকে কেউ ল্যাপটপ বা ফোন দিয়ে লেখাটি পরিচালনা করেছে।

কলেজের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, এত বড় একটা কলেজের প্রশাসনিক ব্যবস্থা এত দুর্বল কীভাবে হয়। এভাবে চলতে থাকলে সাধারণ শিক্ষার্থীরা কলেজের বর্তমান প্রশাসনের উপর ভরসা হারিয়ে ফেলবে। এর দ্রুত সমাধান চাই আমরা।

রাজশাহীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, বিষয়টি নিয়ে আমরা এখন সুস্পষ্ট বর্ণনা দিতে পারছি না যে কে বা কারা করল কিংবা কীভাবে ঘটল। সন্ধ্যার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি কীভাবে এটি ঘটল।

তিনি আরও বলেন, আমরা কলেজ প্রশাসন বিষয়টি তদারকি করছি। আশা করছি অপরাধীকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হবো। আমরা তাৎক্ষণিক মিটিং ডেকেছি। আমরা এটা শনাক্ত করব।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button