বাংলাদেশ

ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম ছাত্রলীগের

ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম ছাত্রলীগের

মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। সোমবার (১১ নভেম্বর) রাতে শহরের নতুন বাজার ছানার বটতলা কাত্যায়নী পূজামণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, ছাত্রদল কর্মী সোহান, অন্তর ও হৃদয় । তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, সোমবার রাত পৌনে ১১টায় ছাত্রলীগের কিছু কর্মী মাগুরা নতুন বাজার ছানার বটতলা এলাকার পূজা মণ্ডপে গেলে ছাত্রদল নেতা ইয়াছির আরাফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতের ওপর দেশীয় চাপাতি ও দা দিয়ে হামলা করলে ছাত্রদলকর্মী অন্তর ও সোহান ছুটে আসেন। এ সময় পূজার মেলায় উপস্থিত থাকা দর্শনার্থী ও পূজার মেলার কমিটির লোকজন ছুটে এলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যান।

আহত ইয়াছির আরাফাত বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী জুবায়ের ভূইয়াসহ তার সহযোগীরা আমাদেরকে কুপিয়ে দোয়ারপাড় এলাকায় পালিয়ে যায়।

মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম বলেন, কাত্যায়নী পূজার বিজয় দশমী উপলক্ষ্যে ওই এলাকাতে অনেক লোকের সমাগম হয়েছিল। সেখানে দোয়াপাড়, নিজনান্দুয়ালী এলাকার ছাত্রলীগ কর্মীরা বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে এতে চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, কাত্যায়নী পূজা উপলক্ষ্যে মেলা চলাকালে প্রচণ্ড ভিড় হয়েছিল। ভিড়ের মধ্যে কারা সংঘর্ষের সঙ্গে জড়িয়েছে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ না পেলে নিশ্চিত করে বলতে পারছি না কারা হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: dailycomillanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button